News Update

ভেজাল ও নিম্নমানের ওষুধে সয়লাব উত্তরাঞ্চল ॥ জাল দলিল তৈরির ঘটনায় ৩জন আটক ঃ দলিল লেখকসহ ২জন পলাতক ॥ পারভেজ খানের মৃত্যুর খবরে শোকের ছায়া ঃ নামাযে জানাযায় মানুষের ঢল ॥ পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ‘সাগর বিলাস’ বাসভবন ঘেরাও ॥ চারালকাটা নদীর তলদেশ থেকে ঃ বিশাল আকৃতির বট গাছ উদ্ধার ॥ ডোমার এলজিইডি প্রকৌশলী’র টেন্ডার ঃ বাণিজ্য, সরকারের লাখ লাখ টাকা ক্ষতি

খেলাধুলা

মেসি অনুশীলনে ফিরেলেন 
   লিওনেল মেসি হাঁটুর ইনজুরির কারণে লা লিগার শেষ ম্যাচটিতে মাঠে নামতে পারেননি। বার্সেলোনা মেসিকে ছাড়াই রিয়াল মালোর্কার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল। কাতালানদের লিগ ম্যাচে মেসির অনুপস্থিতিতে তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বার্সার কর্মকর্তাসহ অনেকেই। এদিকে বার্সেলোনার সমর্থকদের জন্য সুখবর, ইনজুরির বাঁধা কাটিয়ে গত বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। লিওনেল মেসি ২ এপ্রিল পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে আঘাত পেয়েছিলেন। ২৩ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। এরফলে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হলো আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে। তবে বার্সেলোনার সমর্থকদের ভয়টা ছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ঘিরে। মেসিকে বার্সার সতীর্থদের সঙ্গে আবারও বার্সেলোনার অনুশীলনে দেখা গেছে। এ সময় তাকে দৌড়াতে, অনুশীলন করতে এবং বল নিয়ে ড্রিব লিং করতে দেখা গেছে। পুরো অনুশীলনে তাকে খুব উৎফুল্ল দেখা গেছে বলে ওয়েবসাইটে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন