সংসদের লাইব্রেরীকে ডিজিটাইজড হিসেবে গড়ে তোলার জন্য সংসদীয় কমিটির সুপারিশ
জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির বৈঠকে সংসদ লাইব্রেরীকে একটি অত্যাধুনিক ডিজিটাইজড লাইব্রেরী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সদস্যদের মধ্যে হুইপ শেখ আব্দুল ওহাব, ইমরান আহমদ, মো: ইসহাক হোসেন তালুকদার, মো. জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি এবং গোলাম ফারুক খন্দকার প্রিন্স বৈঠকে অংশ নেন। বৈঠকে লাইব্রেরী কমিটির 'প্রথম প্রতিবেদন ২০১৩' এর খসড়া উপস্থাপন করে এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে এবারের ৯বম জাতীয় সংসদেই লাইবেরী কমিটির সর্ব্বোচ্চ সংখ্যক ১৯টি বৈঠক হয়েছে। এছাড়া লাইব্রেরী কমিটির প্রথম প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে বলেও জানানো হয়। ৯বম জাতীয় সংসদের লাইব্রেরীর জন্য মোট কতটি পুস্তক ক্রয় করা হয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন এবং সংসদ লাইব্রেরীর জন্য প্রকাশিত পুস্তকের সৌজন্য সংখ্যা কপিরাইট অ্যাক্ট অনুযায়ী সরবরাহ করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কপিরাইট অ্যাক্ট সম্পর্কে একটি প্রতিবেদন, কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। জাতীয় সংসদের সংশি�ষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন