News Update

ভেজাল ও নিম্নমানের ওষুধে সয়লাব উত্তরাঞ্চল ॥ জাল দলিল তৈরির ঘটনায় ৩জন আটক ঃ দলিল লেখকসহ ২জন পলাতক ॥ পারভেজ খানের মৃত্যুর খবরে শোকের ছায়া ঃ নামাযে জানাযায় মানুষের ঢল ॥ পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ‘সাগর বিলাস’ বাসভবন ঘেরাও ॥ চারালকাটা নদীর তলদেশ থেকে ঃ বিশাল আকৃতির বট গাছ উদ্ধার ॥ ডোমার এলজিইডি প্রকৌশলী’র টেন্ডার ঃ বাণিজ্য, সরকারের লাখ লাখ টাকা ক্ষতি

রাজনীতি

সাভার ট্র্যাজেডিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি : হানিফ 

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সাভার ট্র্যাজেডির জন্য যারা দায়ী, যারা দোষী তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে দু'জন গার্মেন্টস মালিককে আটক করা হয়েছে। দোষীরা কেউই রেহাই পাবে না। তাই বিএনপি নেতাদের এই ঘটনা নিয়ে মিথ্যাচার করার সুযোগ নেই। হানিফ শনিবার ভোলার লালমোহনে নির্য়াতিতদের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কনভেনশনে ২০০১ নির্বাচন ও পরবর্তী সময়ে লালমোহন ও তজুমদ্দিন উপজেলাসহ জেলায় নিরীহ মানুষের ওপর বিএনপি-জামায়াত জোট নেতা ও সন্ত্রাসীদের দ্বারা যে নির্মম হত্যা, অত্যাচার, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ আর নারী নির্যাতনের বিচার দাবি করা হয়। এ সময় ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজরুল কাদের মজনু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব মীর, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, ঢাকা মহারগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্্রাট প্রমুখ। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ৭১ সালের যুদ্ধাপরাধীদের মত ২০০১ সালে যারা মা বোনদের উপর অত্যাচার নির্যতন চালিয়েছে তাদেরও বিচার হবে। বিচার বিভ্গাীয় কমিশনের রির্পোট জমা দেয়া হয়েছে। ওই রিপোর্টটের ভিত্তেতে বিচারের প্রক্রিয়া হাতে নেয়া হবে। কেহই রেহাই পাবে না। সাভার ট্রাজিডি নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই দুর্ঘটনা নিয়ে তাদের এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে। তারা এখন সাভারের দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে আসবে না। অর্নিবাচিত সরকারের অধীন কেন নির্বাচন হবে? এটা গণতন্ত্রের শর্ত নয়। তাই নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। দু'বছর আগে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাছে লালমোহন উপজেলায় অভিযোগ দায়ের হয়ে ছিল ১৮৬টি। জেলায় ঘটনার সময় এ অভিযোগের সংখ্যা ছিল ১৪৬৫টি। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট ২ বছরেও বাস্তবায়ন না হওয়ায় লালমোহন উপজেলায় এ কনভেনশনে হাজারো মানুষের ঢল নামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন